একুশে ফেব্রুয়ারি সম্পাদনা দেবাশিস সেনগুপ্ত Ekushey February Debasis Sengupta
২১শে ফেব্রুয়ারি, ১৯৫২। বেলা ১২টার মধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা বিচ্ছিন্নভাবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জমায়েত হতে আরম্ভ করেছিল। বেলা ২টোর সময় ১৪৪ ধারা ভঙ্গ করে অগুণতি ছাত্রছাত্রীর দীর্ঘ মিছিল থেকে আওয়াজ উঠল:
'রাষ্ট্রভাষা বাংলা চাই--বাংলা চাই বাংলা চাই'
'মুখের ভাষা কেড়ে নেওয়া--চলবে না চলবে না'
'ভাষার ওপর হামলা করা--চলবে না চলবে না'
সরকার ও তার মৌলবাদী দোসর-রা চুপ করে বসে ছিল না। ছাত্রদের সুশৃঙ্খল নিরস্ত্র মিছিলের ওপর পুলিশ বেপরোয়া লাঠি চালাল। ফাটাল একের পর এক কাঁদুনে গ্যাসের সেল। ছত্রভঙ্গ হয়ে গেল মিছিল। বেলা তখন প্রায় সোয়া তিনটে কোনোরকম পূর্ব সংকেত ছাড়াই ছত্রভঙ্গ মিছিলের নিরস্ত্র ছাত্রদের লক্ষ্য করে গর্জে উঠল স্বৈরাচারি শাসকের রাইফেল। ছুটে আসা বুলেটের আঘাতে ঘটনাস্থলেই শহীদ হলেন আব্দুল জব্বার ও রফিকউদ্দিন আহম্মদ। গুরুতর আহত অবস্থায় ১৭ জন ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হ'ল। তাঁদের মধ্যে আব্দুল বরকত শহীদ হলেন রাত ৮টায়। পৃথিবীর সংগ্রামের ইতিহাসে যুক্ত হ'ল একটি নতুন অধ্যায়। জাতিগত অত্যাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার অর্জনের জন্য যুগ যুগ ধরে মানুষের যে সংগ্রাম সেই সংগ্রামের ইতিহাসে যুগান্তকারী দিন হিসেবে চিহ্নিত হয়ে রইল ২১শে ফেব্রুয়ারি।
- একুশে ফেব্রুয়ারি
- সম্পাদনা : দেবাশিস সেনগুপ্ত
- প্রচ্ছদ : প্রণবেশ মাইতি
- দাম : ১০০/-
- পৃষ্ঠা সংখ্যা : ১১২
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers

