গদ্যরূপ বীতশোক ভট্টাচার্য Gadhorup Bitashok Bhattacharya
₹ 170 / Piece
₹ 200
15%
একশো বছর আগে মার্ক্সিস্ট সমালোচক গেওর্গ লুকাচ তাঁর প্রথম প্রবন্ধের বইএর সূচনায় ভূমিকার বদলে আর-একটি প্রবন্ধ লিখে উঠেছিলেন। প্রবন্ধের আকৃতি ও প্রকৃতি সে- গদ্যের বিষয় ছিল। ছড়ানো ঐসব প্রবন্ধ তাঁর কাছে সাহিত্যের ইতিহাসের বীক্ষামাত্র ছিল না। এসে নামে এক নতুন সারস্বত রূপবন্ধের সূত্রে তাঁর ঐ সমস্ত লেখা গ্রন্থিত হতে পারে কিনা তা ছিল তাঁর ভাববার কথা। প্রসঙ্গটি ক্রমে ঐ গ্রন্থের আর-সব লেখাকেও অধিকার করে নিতে পেরেছিল। আত্মা ও রূপ নামে প্রকাশিত ঐ সংগ্রহে প্রাবন্ধিক-সমালোচকের ভূমিকার বিশেষ উপস্থাপন ছিল। আরও ছিল প্রবন্ধে ক্রিয়াশীল সমগ্রতার বিচার এবং প্রবন্ধকারের রচিত বিশেষ মুদ্রার আলোচনা এবং প্রবন্ধে আয়রনির গুরুত্বের প্রতিপাদন। ঐ বইএর কেন্দ্রে ছিল প্রবন্ধে সঙ্গতিপূর্ণ রূপকরণের সমস্যার আলোচনা। এই অনুষঙ্গে সাহিত্য-সমালোচনাকে তিনি শিল্পের বিজ্ঞান বলে ক্ষান্ত হন নি। সমালোচনাকে মননের কবিতা ব'লে স্বীকার করেছেন। তরুণ লুকাচের কাছে সমালোচনা হল কবিতার সহোদরা। সমালোচনা-প্রবন্ধ বিবেচনার কাজ। বিচারের প্রক্রিয়ারূপেই তার মূল্যের নিরূপণ সম্ভব। অনুশীলিত সে-প্রবন্ধ অবশ্যই বিচারনিষ্পত্তির ক্ষেত্র নয়। ইতিহাস বিতর্কের গদ্য দিয়ে দলিল বানাতে পারে। লুকাচের শেষকথা প্রবন্ধ শিল্পরূপ। মুক্ত পূর্ণ জীবনকে সাহিত্যের চর্চিত গদ্য কিছু ফিরিয়ে দিতে চায়। রূপদক্ষ গদ্যকার শিল্পীর মতোই অন্তত প্রবন্ধের মুদ্রাটি রচনা করে। প্রায় রূপরিক্ত এ দেশে প্রবন্ধের আকৃতি ও প্রাবন্ধিকের রূপভাবন বিষয়ে লুকাচের ঐ বক্তব্য আজ শতবর্ষ পরেও প্রাসঙ্গিক বোধ হয়।...
- গদ্যরূপ
- বীতশোক ভট্টাচার্য
- প্রথম প্রকাশ : জানুয়ারি ২০১০
- প্রচ্ছদ : প্রণবেশ মাইতি
- পৃষ্ঠা সংখ্যা : ১৭৬
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers